শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ ফজলুল করিম সবুজ,মান্দা নওগাঁ :
নওগাঁর মান্দায় কশব ইউনিয়নের চকবালু মৌজায় আত্রাই নদীর জেগে উঠা নদী সিকস্তি চর দখল মুক্ত করে ডিসিআর কৃত জমির মালিক কে তার সম্পত্তি দখল ও ভূমিহীন,হতদরিদ্র, প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে জমি বন্টন করতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবী জানিয়ে সিকস্তি চরে সংবাদ সম্মেলন করেন এলাকা বাসীর ব্যানারে।
সংবাদ সম্মেলনে গোলাম জানান,সরকারি সিকস্তি চর রাজনৈত্তিক প্রভাব দেখিয়ে জাহিদুল ইসলাম, ময়নুল পিতা মৃত জসিম উদ্দিন, মোসলেম, মকবুল, আকবর, আজিজ,জিল্লুর, জিয়াউর সর্ব পিতা আস্তুল মন্ডল, জালাল পিতা আয়েজ উদ্দিন, আশরাফুল পিতা আবেদ আলী সর্ব সাং চকবালু, মান্দা,নওগাঁ বাক্তিরা জোর করে দখল করে নিজে চাষ এবং লিজ দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।সরকারের কোন ডিসিআর থাকলেও তাকে জমি দখল দেন না এমনকি দরিদ্র ভুমিহীন কৃষকরা জমিতে গেলে তার নামে মিথ্যা মামলায় দেওয়ায় তারা জমিতে যেতে পারেনা।অথচ ভুমিহীন কৃষকরা প্রকৃত হকদার।
সংবাদ সম্মেলনে নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,আমি একজন ভুমিহীন বিধবা মহিলা আমার জীবনযাপন অনেক কষ্ট করে দুবেলা খাবার যোগাড় করতে হয়।আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে বেঁচে আছি সে অনেক ভাল এলাকাবাসী জানে, এলাকায় মাঠ না থাকায় জমিতে ছেলেদের সাথে ফুটবল খেলতে গিয়েছে তাই তার নামে মিথ্যা মামলায় জড়িয়ে আমার স্বপ্ন নষ্ট করতে দিধা করেনি আল্লাহ এর বিচার করবে।
ভুমিহীন বিধবা কল্যাণী বলেন,যাদের জমি আছে তাদের জমি দেই সরকার, আমাদের দুবেলা খাবার জোগাড় করতে পারিনা, আমার বাড়ির কাছে জমি আমাদের চোখে পড়ে না সরকারের, আমার কিছুই নাই আমাকে একটু জমি নিয়ে দাও। এছাড়াও এলাকার শত শত ভূমিহীন, হতদরিদ্র, প্রতিবন্ধী, ছাত্র, কৃষক সকল শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
সকলের একই কথা ছিল অত্রএলাকার হতদরিদ্রের মাঝে আত্রাই নদীর জেগে উঠা নদী সিকস্তি চর বন্টন করে দেওয়ার জন্য। কোন রাজনৈতিক দলের লোক এখানে এসে দখল করে লিজ দিতে না পারে।
সংবাদ সম্মেলনে আরো জানান, মান্দা উপজেলায় কশব ইউনিয়নের ২নং সিটের ১নং হাল খতিয়ানের ২২২৯নাম্বার দাগের জমির ১৫.৮৪একর জমির দখল মুক্ত পেতে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করাই তিনি যে আশ্বাস দিয়েছেন দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।