বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁ ৪৯ মান্দা-৪ আসনে এবার ভোটযুদ্ধে নেমেছেন ৬ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে । এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মান্দা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবু। তবে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবুকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন দলের দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন বতর্মান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রাং ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতানা মাহামুদ গামা। দুজনই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করায় সাধারণ জনগণ সহ ভোটারদের নজর কাড়ছেন ব্রুহানী সুলতানা মাহামুদ গামা।
এ ছাড়া এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬ জন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ মোর্শেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা , জাকের পার্টির মনোনীত দেলোয়ার হোসেন ডাবলু, জাতীয় পার্টির আলতাফ হোসেন। গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা মনোময় পত্র জাচায় বাচায় করে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর প্রত্যাহার, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জনসাধারণেরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমাজ উদ্দিন প্রাং এর বিরুদ্ধে মাঠে ছিল দুর্বল প্রার্থী। এ কারণে খালি মাঠে সহজ জয় পেয়েছেন তিনি। এবার জয় পেতে হলে কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে তাকে। বিশেষ করে দলের দুই স্বতন্ত্র প্রার্থীকে সামাল দেওয়া কঠিন হবে নৌকার মনোয়ন প্রার্থী এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবুর । কারণ, মান্দা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী এই দুই প্রার্থীর পক্ষে রয়েছেন। স্বতন্ত্র প্রাথী ব্রুহানী সুলতানা মাহামুদ গামা বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে লড়ে যাবেন তিনি, মান্দা উপজেলাকে মাদকমুক্ত দেখতে চান মান্দা উপজেলার সাধাারণ মানুষ। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চান মানুষ। সঠিক নেতৃত্ব না থাকার কারণে সৃষ্ট ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনও উপায় খুঁজে পাচ্ছেন না। এলাকায় পরিবেশ-পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রার্থী হয়েছেন। এছাড়া ভোটাররাও তাঁর পক্ষে আছেন বলে জানান তিনি।
নৌকার মনোনয়ন প্রাথী এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবু বলেন, মান্দা উপজেলার জনগন নৌকাকে ভোট দিয়ে অবশ্যই আমাকে জয়যুক্ত করবে। বর্তমান সাংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রাং জানান, মান্দায় আমি যে পরিমাণ আমি কাজ করেছি তাতে মান্দা বাসী আমাকে ভুলবেনা আমাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন।