শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

নকলায় অবৈধ দখলমুক্ত রাস্তায় সমাজিক উদ্যোগে মাটি ভরাট

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন, শেরপুর
শেরপুর প্রতিনিধি: প্রশাসনের হস্তক্ষেপে শেরপুরের নকলায় অবৈধ দখল মুক্তকরা সরকারি রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সামাজিক উদ্যোগে ও এলাকাবাসীর অর্থায়নে মাটি ভরাটের কাজ শুরু করা হয়। মাটি ভরাটের কাজ উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এতে করে দুটি গ্রামের শতাধিক পরিবারের লোকজনের যাতায়াতের সুব্যবস্থা হলো । মাটি ভরাটের কাজ উদ্বোধনের সময় বাশ্বেরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উসমান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.এস.এম.বি শাহজাহান, উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক, সরদার আমিন (সার্ভেয়ার) রহুল আমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ বিভাগের লোকজন, উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ রাস্তাটির দুই প্রান্তের দুই গ্রামের অর্ধশতাধিক সাধারণ জনগন উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, রাস্তাটি মেরামত করায় পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার ও বানেশ্বরদী খন্দকারপাড়া (ভূরদী) এলাকার লোকজনের দীর্ঘদিনের কষ্ট লাগব হলো। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যসহ সকল পণ্যসামগ্রী বাজারে নেওয়া সহজ হওয়ায় তারা ন্যায্যমূল্য পাবেন বলে অনেকে মন্তব্য করেন। তবে কৃষি প্রধান এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি জনস্বার্থে অধিক মজবুত করে নির্মাণ করার দাবী জানান এলাকাবাসী। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের নির্দেশক্রমে বেদখলে থাকা সরকারি রাস্তাটি সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি সরেজমিনে মেপে রাস্তার সীমানা নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, অবৈধ দখলমুক্ত করা সরকারি রাস্তাটি এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে উদ্ধার করা হয়েছে। এখন এলাকাবাসী নিজেদের জরুরি প্রয়োজনে তাদের নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করছেন; এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সুযোগ সুবিধা হলে সরকারের তরফ থেকে ওই রাস্তাটি মজবুত করে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি আশ্বাসদেন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় কয়েক যুগ পরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করা হয়। ফলে এলাকার শতাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন আজ ভেজায় খুশি। সরকারি এই রাস্তাটি উদ্ধারের ফলে কৃষিপ্রধান বৃহৎ দুটি এলাকার শতাধিক কৃষি পরিবারের কৃষকসহ সাধারণ জনগণ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com