বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

News Headline :
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯৮ ভাগ উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

Reading Time: < 1 minute

অর্ণব আচার্য্য,নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “এ (বিজ্ঞান) ইউনিট” -এর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৯৮ ভাগ উপস্থিতির হার ছিলো ২০২১-২২ শিক্ষাবর্ষের এই পরীক্ষায়।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা ব্যাপি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ৪ টি ভবন (কলা, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ)- এর ১৩৭ টি কক্ষে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালীন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ এবং অভিভাবক ছাওনি পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মো: সুজন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছে তাদের মধ্যে যে আগ্রহ আমরা লক্ষ্য করেছি সেটি আমাদের আশান্বিত করেছে। বিশেষ করে প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থীই পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে। যেটি বিভিন্ন কক্ষ ঘুরে দেখে আমি জানতে পেরেছি। তাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের অনেক আগ্রহ। লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। নতুন শিক্ষার্থীদের যেদিন থেকে ক্লাশ শুরু হবে সে দিনটির আমরা অপেক্ষায় আছি।
উপাচার্য অভিভাবকদের আশ্বস্ত করে আরো বলেন, সম্পূর্ন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাজ হবে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দমুখর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হবে, দেশ গঠনে আত্মনিয়োগ করবে, উচ্চ আদর্শের চরিত্র গঠন করবে।
উল্লেখ্য, গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশব্যাপী ১৯ টি কেন্দ্রে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে “এ ইউনিট” -এর পরীক্ষা গ্রহণ করে। এছাড়া বাকী দুইটি ইউনিট, বি (মানবিক) ও সি (ব্যবসায় শাখা) ইউনিটের পরীক্ষা আগামী ১৩ ও ২০ আগস্ট একই সময়ে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com