রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোঃ পারভেজ নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।আজ শনিবার দুপুরে নবীনগর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় উপজেলার সলিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান,নিয়মিত অভিযানের অংশ হিসাবে নবীনগর সলিমগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করি।এসময় একজন ভুয়া ডাক্তার কে আটক করা হয়। ভুয়া ডাক্তার কর্তৃক মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত অপরাধী একই অপরাধে পূর্বে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে।