রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া :
আজ নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চর মানিকনগর গ্রামের চরাঞ্চলের কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাহমুদ জাহান। এসময়, ভেকুর ও ট্রাকের ড্রাইভারসহ শ্রমিকরা পালিয়ে যায়। পরবর্তীতে, স্হানীয় চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে মাটি পরিবহনকারী বলগেটের মালিকের প্রতিনিধি হিসেবে একজনকে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৬০,০০০/ টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার সকল ব্যবস্থা সরিয়ে নিবে নতুবা পরবর্তীতে গৃহীত যেকোনো আইনগত ব্যবস্থা মেনে নিতে বাধ্য থাকিবে মর্মে মুচলেকা নেয়া হয়।