সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে পথচারী একজন মহিলা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধায় সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম কাইতলা গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার মেয়ে। সে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিলেন।এদিকে আহতদের ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সন্ধা ছয়টার দিকে মহেশ রোডের কাইতলা হাউরভাঙ্গা নামক স্থানে সিনএনজি ও মটরসাইকেল দুই দিক থেকে বেপোরোয়া গতিতে ছুটে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সিএনজিটির ধাক্কায় মটরসাইকেলটি ছিটকে পথচারী বাকপ্রতিবন্ধী রেজিয়া বেগম এর উপর ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মটরসাইকেল চালক শরিফ মিয়ার অবস্থা আশংকা জনক অবস্থা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন