admin
- ৭ সেপ্টেম্বর, ২০২২ / ১৫৩ Time View
Reading Time: < 1 minute
জিল্লুর রহমান জীবন, ঈশ্বরদী পাবনা:
নাটোরের লালপুর ভাদুর বটতলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুএলাকায় শোকের মাতম।
লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলাই (জোকাদহ) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে নিহত শিশুরা ভাদুর বটতলার এলাকার শিপনের মেয়ে শিমলা( ৪) ও লিখনের ছেলে মাহিন (৫)।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিলো। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না।বেলা আনুমানিক ১ টা দিকে বাড়ির পাশের স্থানীয় বাসিন্দা রাজার বাড়ি সংলগ্ন ডোবার পানিতে ভেঁসে থাকা অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা। সম্পর্কে তারা মামাতো ভাই বোন। ভাদুর বটতলা ( জোকাদহ) এলাকায় শোকের মাতম।