শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
র্যাব-১২’র অভিযানে নাটোরের বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলীম ও রুবেল আটক; মোটরসাইকেল জব্দ। মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় গত ৩০ মার্চ ২০২৩ তারিখ বিকাল ১৭:৫০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন, রহিমের বটতলা হইতে রামাগাড়ী মুখী পাকা রাস্তার কালভার্ট এর উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আঃ আলীম(৩৬), পিতা- মোঃ সাগর আলী, ২) মোঃ রুবেল হোসেন, পিতা-মোঃ আনছার আলী, উভয় সাং-ভাটোপারা(ভবানীপুর), থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে নাটোর জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার বড়াইগ্রামে থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ মনিরুজ্জামান, সহকারি পুলিশ সুপার, মিডিয়া অফিসার, র্যাব- ১২, সিরাজগঞ্জ।