বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়ায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৮সেপ্টম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুন ফেরদৌস, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শ্রী বিশ্বনাথ কাশিনাথ দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে দোয়া ও কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।