বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম,ফুলবাড়ী:
দিনাজপুরের ফুলবাড়ী থানায় এক অভিনব কায়দায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ করেছেন ভিকটিমের বাবা।ধর্ষণ মামলার নং -৩ তাং ৫.১০.২৩ দায়িত্ব অর্পণ করেন এস আই মো. মুকতাদির হোসেন সঙ্গীয় ফোর্স সহ সততা ও নিষ্ঠার সাথে ঝড় বৃষ্টি ভেদ করে পুলিশ বাহিনীর গৌরব গাথা ঐতিহ্য বুকে লালন করে বৃহস্পতিবার ৫ (অক্টোবর) রাতে নবাবগঞ্জ থানা এলাকা থেকে আসামিক এলুয়ারী ইউনিয়নের পুটকিয়া ( ডাঙ্গাপাড়া) মৃত আব্দুল বাকির ছেলে মো. আবু সাঈদকে গ্রেফর করেন।
অভিযোগ সূত্রে ধর্ষণ মামলার আসামি মো. আবু সাঈদের নাতিনী বান্ধবী ভিকটিম একই মাদ্রাসায় পড়াশোনা করিত। সেই সুবাদে ভিকটিমকে সাথে মোঃ আবু সাঈদ এর নাতনীর সাথে খেলা ধুলা ও দেখা করার জন্য মাঝে মধ্যেই তাদের বাড়ীতে আসিত ইং ৫.৩. ২৩ তারিখ সকাল ৯ টার সময় বাড়ীর লোকজন সকলে আত্মীয়ের বাড়ীতে বেড়াইতে যায়। এই সুযোগে আসামি মো. আবু সাঈদ ভিকটিমকে কৌশলে বাসায় ডাকিয়া পঞ্চম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করেন । ভিকটিমকে আসামি বলে এই ঘটনা যদি সে তার পরিবারের লোকজনকে বলে তাহলে তাকে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে। ৬.১০.২৩ তারিখে ফুলবাড়ী থানা পুলিশ আসামিকে হাজতে প্রেয়ণ করেন।