বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে দিগন্ত জুড়ে সরিষা ফুলে সেজেছে মাঠ, মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে মৌ-চাষীরা রাজশাহীতে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিথিলা-সহ গ্রেফতার ২৭ শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত খুনিরা অধরা পাবনায় জুলাই আগষ্ট বিপ্লবে নিহত-আহতদের পরিবার আতংকিত শহীদ নিলয়ের পরিবার ভয়ে মামলা করেনি ভিসি প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাধে চেয়ারে বসে আছে-রাবি কর্মচারী পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা

নানা আয়োজনে বারহাট্টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট অসিত সরকার সজল, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা -কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৬টি প্রদর্শনী স্টলে নানা প্রজাতির ফল-ফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com