বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
পরিচালনা করে নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩০) নামে এক নারী মাদক কারবারিকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমান আদালতের এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত মাদক কারবারি নাছিমা খাতুন উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের বাসিন্দা নুর ইসলামের কন্যা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার এনামুল হকসহ ১১ সদস্যের একটি টিম ও অনসার সদস্যরা উপস্থিত
ছিলেন।বিষয়টি নিশিচত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।