admin
- ৬ জুন, ২০২৩ / ৭৯ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় নিখোঁজের ৪দিন পর ওমর ফারুক(২১) নামে এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(৪ জুন) বিকালে উপজেলার আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতু মগপাড়ায় এলাকায় স্থানীয়রা গরু আনতে গেলে সিমান্তবর্তী এলাকায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। জানা যায়, ফারুক মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মোল্লাবাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
সে গত ৩১মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আমজাদ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনস্থল থেকে লাশ উদ্ধার করেছে। উদ্ধার শেষে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।