শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ইমরান ইসলাম,নিয়ামতপুর:
নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনা বিবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ।