শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ইমরান ইসলাম,নিয়ামতপুর:
নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৩৩ টি পরিবারকে ২০টি করে মুরগী, ১টি করে মুরগীর ঘর, ৯ কেজি করে দানাদার খাবার ও ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলী, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম প্রমুখ।