শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

News Headline :
সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় শ্যামনগর নওয়াবেঁকী গর্ভবতী গরু জবাইয়ের জন্য ব্যবসায়ীকে জরিমানা কুষ্টিয়ায় ট্রেন থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ১জন। নষ্ট হচ্ছে প্রশিক্ষণ ছাড়াই প্রদত্ত আবাসিক হলের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই জখম

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শ্রী বতুল (৩৫) গুরুতর জখম হয়েছে। আহত বতুল নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর শ্রী বতুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা গ্রামের শ্রী রহিমের বড় ছেলে শ্রী বতুলের সাথে আপন ছোট ভাই শ্রী অতুলের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রী বতুল বিবাদীর বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিবাদীগর্ণ অকথ্য ভাষায় গালিগালাজ করলে শ্রী বতুল প্রতিবাদ করে। এক পর্যায়ে ছোট ভাই শ্রী অতুল (৩০), শ্রী শুকচান (৪০), শ্রীমতি সোনারবি (৫৫), শ্রীমতি দোলনা (৩০) ও সুরবালা সহ সঙ্গীরা শ্রী বতুলের উপর আক্রমণ করে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে অচেতন করেন পালিয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।আহতের স্ত্রী বলেন, আমাদের জমি জমা নাই। আমার স্বামী দিন আনে দিন খাই সে এখন মারধরে শিকার হয়ে বিছানায় পড়ে আছে। স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এখন স্বামীকে চিকিৎসা করাবো না ছেলে মেয়েদের মুখে দু মোটো ভাত তুলে দিবো। আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার চাই। শ্রী বতুলের ছেলে বলেন, আমার বাবা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে। বাবাকে যারা মারধর করেছে তাদের বিচার চাই।এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com