বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

নীলফামারীর কিশোরগঞ্জ পাল্টে গেছে গ্রামীণ দৃশ্যপট

Reading Time: 2 minutes

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী :
বর্তমান সরকারের গ্রাম বাংলার অবকাঠামো উন্নয়ন আধুনিকরণের ফলে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গ্রামের দৃশ্যপট বদলে গেছে।যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কৃষি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র উন্নত হচ্ছে । জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠোমো সংস্কার কর্মসূচির আওতায়, স্থানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের বিশেষ বরাদ্দ কাবিটা ২য় ও ৩য় পর্যায়ে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৯টি ইউনিয়নে ৩০টি প্রকল্পের অধীনে সড়ক এইচবিবি করণ, সিসি ছলিং ও মাটি ভরাটের কাজ সম্পূর্ণ হয়েছে। উপজেলা ত্রান ও দূর্যোগ অধিদপ্তর এসব কাজ বাস্তবায়ন করেন। শুক্রবার সরেজমিনে উপজেলার মাগুরা ইউপি’র করল্লাবেচা পাড়ার রশিদুল, মালেক জানান,এতদিন এ সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগের শেষ ছিল না। আর আমাদের প্রধান সমস্যা ছিল ছেলে-মেয়ের বিয়ে দিতে গেলে নাজেহাল যাতায়াত ব্যবস্থার কারণে ভালো ঘর থেকে সম্বন্ধ আসতো না। খড়া মৌশুমে অসংখ্য খানাখন্দ আর বর্ষাকালে সড়কগুলো হাটু পানি,কাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তারা আরও জানান,সড়কগুলো দুইস্তর বিশিষ্ট সোলিং করায় এলাকাবাসীর মনে বইছে স্বস্তির সু-বাতাস।আমরা উন্নয়নের কারিগর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই । রনচন্ডী ইউপি’র বাফলা গ্রামের রহিদুল বলেন, ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাশ্রমে এলাকাবাসি ওই সড়কে মাটি দিতে নাজেহাল হয়ে পড়েছে। বর্তমানে সড়কটি হিরিংবন করে দেয়ায় যাতায়াতে নতুন দ্বার উন্মোচন হয়েছে। আর কাজের মান নিয়েও এলাকাবাসী খুশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, কাবিটার অর্থ বরাদ্ধ দিয়ে আগে মাটি ভরাট করা হতো। বছর না পেরুতে বর্ষার পানিতে সব ধূয়ে মুছে চলাচলের অনুপোযোগী গয়ে পড়ত। আর এতে সরকারী অর্থও গচ্ছা যেত। সড়কের কাজ শতভাগ করেও মাঠ পর্যায়ে দৃশ্যমান হতো না। তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সাথে পরামর্শ ক্রমে কাবিটা প্রকল্পের অর্থায়নে সড়ক সিসি করণ, এইচ বিবি করণ ও মাটি ভরাটের কাজ করা হয়েছে।নতুন এই পদ্ধতিতে সড়ক সংস্কারে পথচারীরা যাতায়াতে দীর্ঘস্থায়ী সুফল ভোগ করবে।কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট জানান,গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন অঙ্গীকার আজ বাস্তবে রূপ নিয়েছে।উন্নয়ন বান্ধব সরকারের যুগান্তকারী পদক্ষেপে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com