বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ
নীলফামারী কিশোরগঞ্জের গ্রামের মানুষের ঘরের দোরগোড়ায় পরম বন্ধু হয়ে দাঁড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলো সরকারী সেবার পাশাপাশি এপি ওয়ার্ল্ড ভিশনের নিজস্ব অর্থায়নে গ্রামীণ জনগোষ্ঠীর মা ও শিশুদের মানোন্নয়নে উপজেলার ২টি ইউপি’র কমিউনিটি ক্লিনিক আধুনিকায়নে মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাহাগিলী ইউপি’র উঃ দুরাকুটি কমিউনিটি ক্লিনিক ও পানিয়াল পুকুর ফরুয়া পাড়া কমিউনিটি ক্লিনিক মেরামত কাজের উদ্বোধন করা হয়। এ দুটি ক্লিনিক মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৮০হাজার টাকা। পর্যায় ক্রমে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, জমি দাতা ইমদাদুল হক, স্বাস্থ্য সহকারি মনোয়ার হোসেন, সিএইচসিপি মুক্তা বেগম,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।উভয় ইউপিতে উপস্থিত ছিলেন, এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, মিন্টু বিশ্বাস প্রমুখ।এর পর নিতাইয়ে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, জমি দাতা জ্যোতির্ময় চন্দ্র বিশ্বাস ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। এসময় এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্পিকিং চাম্বুগং বলেন, ৫টি ইউনিয়নের ১৬টি গ্রামের ১৯টি কমিউনিটি ক্লিনিকের মা ও শিশুদের মানোন্নয়নে শিক্ষাও সচেতনতা, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং পরিচর্যা কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের জন্য বাউন্ডারি ওয়াল মেরামত,রংকরণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে সাবমারসিবল পাম্প, হাত ধোয়ার বেসিন, কমোড,৫শ লিটার পানির ট্যাংক, ফ্লোলোর টাইলস করণের কাজ করছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আর স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক আয়োজনে এ কাজগুলো করা হচ্ছে।