বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রিপ কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাধীন শিয়ালজানি খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ (১৩ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিয়ালজানি খাল থেকে ওই যুবকের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম হোসেন (২৪)। সে উপজেলার বাবুল দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে নিহত যুবকের পরিচয়ও শনাক্ত করা হয়।ওসি আরও জানান, তিন বছর আগে হোসেনের বাবা মারা যান। তার মা ঢাকায় কাজ করেন। নিহত হোসেন ড্যান্ডিসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।