বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় সুষ্টু, সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১০ অক্টোবর) মঙ্গলবার দুপুরের উপজেলা প্রশাসনের আয়োজনে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ সভাপতি, খায়রুল কবির খোকন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বারহাট্টা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, সাবেক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মো: নূর উদ্দিন, পল্লী বিদ্যূতের ডিজিএম প্রকৌশলী মো: মাহফুজুর রহমান খান, সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন তালুকদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু ও সাধারন সম্পাদক মৃনাল কান্তি জোয়ারদার টুপুর, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি প্রানেশ চন্দ্র পাল ও সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী, ঘাতক দালাল নির্মূল কমিটির রমেন্দ্র নারায়ন সরকার রনু প্রমুখ।
সভায় বক্তারা, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই ধর্ম সম্প্রিতিকে বজায় রেখে আসন্ন দুর্গাপূজাকে আন্নন্দঘন উৎসবে পরিণত করার জন্য ধর্মমত নির্বিশেষে সকলের সাহায্য কামনা করেন। পূজা উদযাপনে সরকারী বিধি-নিষেধ আন্তরিকতার সাথে অনুসরনের উপর সবিশেষ গুরুত্বারোপ করেন।পূজা-উদযাপনকালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন ও পুলিশের পক্ষ হতে সকলকে অবহিত করা হয়। তারা বলেন, যে কোন প্রকার অপ্রত্যাশীত পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। তবে নিজ নিজ দায়িত্বে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য আয়োজনকারীদের অনুরোধ জানায় প্রশাসন। প্রস্তুতিসভার পর প্রশাসনের পক্ষ হতে সম্প্রিতি সভার আয়োজন করা হয়।