শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

News Headline :
ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মারিশ্যা-দীঘিনালা সড়কের মাটি সরে গিয়ে দূর্ভোগে জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছেঃ-নওগাঁর নবাগত ডিসি রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শুটার রুবেল পাবনায় সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া  মাহফিল অনুষ্ঠিত  পাবনার হেমায়েতপুরে কারামুক্ত বিএনপি নেতা-কর্মীদের সংবর্ধনা ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত পাবনার সুজানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথসভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

Reading Time: 3 minutes

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ১০ মাস পর ১০৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।গত সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদন করা হলেও বিষয়টি গোপন রাখা হয়। তবে কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে অনুমোদনের বিষয়টি আর গোপন থাকেনি।দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর-২০২২ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা কমিটির নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শামছুর রহমানের নাম ঘোষণা করেন।তথ্যসূত্রে আরও জানা যায়, নবগঠিত জেলা কমিটির উপদেষ্টা সদস্য ২৯ জন, সহসভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, অন্য পদে আছেন ২৩ জন ও সদস্য ৩৬ জন।এ বিষয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক শামছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগেরসভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গত সোমবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। সম্মিলিত মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়।তিনি আরও জানান, পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা পৌরসভার মেয়র ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, সাবেক সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক মৃণাল কান্তি রায়, সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. শহিদুল্লা, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও আনোয়ার জাহান অঞ্জন।কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে আছেন, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, মজিবর আলম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, মারুফ হাসান খান।অন্যান্যদের মধ্যে কমিটিতে আইনবিষয়ক সম্পাদক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ (পিপি), রাসেল আহম্মেদ খান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক, শামছুর আলম চৌধুরী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মাফুজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক, সাবেক সদস্য মো. আবদুল কাইয়ুম, ধর্মবিষয়ক সম্পাদক, মাহবুবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মনোয়ার জাহান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, সারোয়ার মোর্শেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি সৈয়দ বজলুর রশিদ, মহিলাবিষয়ক সম্পাদক, সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবা রহমান খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, যুব ও ক্রীড়া সম্পাদক, দিদারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক, গাজী মোজাম্মেল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, শফিকুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক, মাসুদ পারভেজ খান, সাংস্কৃতিক সম্পাদক, অসিম সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক, চক্ষুচিকিৎসক পলাশ মজুমদার, সাংগঠনিক সম্পাদক, দেওয়ার রনি, রেজাউল হাফিজ, জামিউল ইসলাম খান, উপদপ্তর সম্পাদক, শাকিল হাসান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, তুহিন আক্তার ও কোষাধ্যক্ষ উজ্জ্বল সাহা।নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে আছেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, অধ্যাপক অপু উকিল, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাকিয়া পারভিন, আবুল মনসুর আহম্মেদ, অধ্যাপক ওমর ফারুক, নজরুল ইসলাম ফকির, দীপক ধর গুপ্ত, মাজহারুল ইসলাম, গোলাম মোহাম্মদ খান পাঠান, মোস্তাফিজুর রহমান, তোফায়েল আহম্মেদ, সাইফুল্লাহ এমরান, আলমগীর হাসান, শাহ মোস্তফা আলমগীর, দীপায়ন সরকার, ফয়জুর মোর্শেদ খান, বাসেদ খসরু, আরিফ খান, দেওয়ান জনি, আবু সাঈদ খান, তুহিন আহাম্মেদ খান, মৃদুল চৌধুরী, কামরুজ্জামান ফারাস, গাজী কামাল, ইফতেকার উদ্দিন, চপল দত্ত, সানোয়ার হোসেন ভূঁইয়া, খোরশেদ আলম, ফয়সাল লাল, কবিরুল ইসলাম, অধ্যাপক মানিক রায়, আবু রেজা মোহাম্মদ মাহবুব, আল আমিন ভূঁইয়া ও রাজ্জাক সরকার।২৯ জন উপদেষ্টা কমিটির সদস্য হলেন- অবসরপ্রাপ্ত কর্নেল নূর খান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, ওবায়দুল হক, আবদুল খালেক, হাফিজুর রহমান, গোলাম রসুল তালুকদার, শাজাহান চৌধুরী, মো. লিয়াকত আলী তালুকদার, শাহ মাহবুব মোর্শেদ, শামীম খান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ব্রজেন্দ্র সরকার, হাজী জয়নাল, কাজী আবদুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আলী আজগর খান পাঠান, ফরিদ আহম্মেদ খান, ওসমান গনি, সুধাংশু বিকাশ আচার্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মজিবুর রহমান, খুরশেদ মিয়া, রাজ্জাক সরকার, আইয়ুব আলী, শামসুল কবির খান, মিজানুর রহমান, পুষ্পেন্দু দত্ত রায় ও শফিকুল ইসলাম।এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অসিত সরকারকে জাতীয় কমিটির সদস্য করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com