শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

পলাশবাড়ীতে পরিত্যক্ত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

Reading Time: 2 minutes

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীর পৌর এলাকার আন্দুয়া গ্রামের জনৈক আপেল মিয়ার বাড়ির পাশে পানবরজের নিকটে পরিত্যাক্ত পুকুরে ধানবীজ বপনের জন্য পানি নিষ্কাশনের সময় বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানবীজ বপনে নিয়োজিত কৃষি শ্রমিক মতিয়ার ও বাকী মিয়া কর্দমাক্ত পানিতে কসটেপে পেচানো ককটেল সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হয়ে ছড়িয়ে পড়লে উৎসূক এলাকাসি বস্তুটি একনজর দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নেয়া হয়। তিনি জানান বস্তুটি মূলতঃ ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়। প্লাস্টিক পাইপে কসটেপ দিয়ে মোড়ানো থাকায় স্থানীয়রা সেটিকে ককটেল ভেবেছিল। স্থানীয় সচেতন জনমনের ধারনা আতঙ্ক সৃষ্টি করতেই অজ্ঞাত দুর্বৃত্তরা এমন বস্তুটি পুকুরের কর্দমাক্ত পানিতে ফেলে রেখেছিল।

পলাশবাড়ীতে প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বরিশাল ইউনিয়ন পরিষদ রফিকুল ইসলাম সরকার, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশবা‌ড়ীতে নৌকা প্রার্থী স্মৃতির পক্ষে বিশাল মি‌ছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচণীআসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. উ‌স্মে কুলসুম স্মৃ‌তি’র পক্ষে বিশাল বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (২১ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর আওয়ামী লীগের উ‌দ্যো‌গে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নৌকার শ্লোগানে পৌর আওয়ামী লীগ সভাপ‌তি আব্দুল ম‌তিন ও সাধারণ সম্পাদক এনামুল হক মকবু‌লের নেতৃ‌ত্বে বিশাল মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা আওয়ামী লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপ‌তি উপাধ‌্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌ‌হিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেকবলীগ, মৎস্যলীগ, ম‌হিলালীগ ছাড়াও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং ভোটার সমর্থকরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com