রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী:
মহামারী করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার কারণে আবারও বাংলা নববর্ষ-১৪২৯ বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে নীলফামারী কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ‘এসো হে বৈশাখ’ গানে বরণ করে নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল, সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)এস এম শরীফ প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।