শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

পানি বৃদ্ধির সাথে ফসলি জমি বাড়িঘর ভাঙ্গন নিঃস্ব মানুষ

Reading Time: 2 minutes

শরিফ মিয়া,জামালপুরঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে তৃতীয় দফায় বৃদ্ধি পাচ্ছে যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি।জামালপুরের দেওয়ানগঞ্জে পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে নদ-নদীগুলোর ভাঙন। ভাঙনের সাথে সাথে নিঃস্ব হচ্ছে নদীর পাড়ের মানুষ।
বৃহস্পতিবার (৩১আগস্ট) থেকে উপজেলার বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়ায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। আজ একইভাবে ভাঙন বিদ্যমান রয়েছে। বিগত দিনে অল্প ভাঙন হলেও এবার তীব্র স্রোতে বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।গত কয়েক দিনেই যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে দশটি পরিবারের বসতভিটা। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে আরো শতাধিক পরিবার। অনেকে শেষ সম্বল এই ভিটা। এই হারিয়ে অসহারের মত পথেই ঠায় হচ্ছে তাদের।পানি উন্নয়ন বোর্ড গত ২০২১ সালের শুরুতে বড়খাল গ্রামে ভাঙন কবলীত যমুনার বামতীরে ১০০ মিটার বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ।বর্ষা মৌসুমের প্রথম দিকে তার ভাটিতে আরও ১৫০ মিটার বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হয়।সে ডাম্পিং তীব্র স্রোতে নদীর গর্ভে বিলীন হয়ে যায় এবং পূর্বের ন্যায় আবারও ওই স্থানে ভাঙন শুরু হয়।তৃতীয় দফায় হঠাৎ করে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন চাপে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়ায়।বৃহস্পতিবার একদিনেই অন্তত ১০টি পরিবারের বসতভিটা ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায় যমুনার গর্ভে।ভাঙনের মুখে দাাঁড়িয়ে এখন উপজেলার ঐতিহ্যবাহী বড়খাল উচ্চবিদ্যালয় ও হলকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ অন্যান্য স্থাপনা এবং শতশত পরিবারের বসতভিটা।একটি সূত্র জানায়, বড়খাল উচ্চ বিদ্যালয়ে অর্ধকোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয় দুটি থেকে যমুনার ভাঙনরত পাড় মাত্র ত্রিশ মিটার দূরে। কর্তৃপক্ষের দাবি দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে এক সপ্তাহ সময়ের মধ্যে যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে প্রতিষ্ঠান দুটিসহ শতশত পরিবারের বসতভিটা।
ভাঙনের শিকার হোসেন আলী খুত্তু বলেন, এক সময় আবাদী জমি বসতভিটা সবই ছিল। সর্বনাশা যমুনার গর্ভে তা বিলীন হয়ে গেছে।শেষবারে যেখানে আশ্রয় নিয়েছিলা সে স্থানটিও যমুনার ভাঙনে বিলীন হয়ে গেল।এখন পরিবার নিয়ে মাথাগুঁজার নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিনাতিপাত করছি।বড়খাল গ্রামের তোতা মিয়া জানান, দীর্ঘ দিন থেকে এ এলাকা যমুনার ভাঙনে জর্জরিত।পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলে সাময়িক ভাবে ভাঙন রোধের ব্যবস্থা করে।সে চেষ্টাও বিফলে গেল এ বছর।যমুনায় তীব্র স্রোতের তোড়ে ভেঙে নেয় জিও ব্যাগের ডাম্পিং। ভাঙন রোধে স্থায়ী পদ্ধতি প্রয়োগের দাবি জানান তিনি ।মাঝিপাড়া গ্রামের গ্রামের বাদল চন্দ্র দাস বলেন, যমুনার গর্ভে এ অঞ্চলের হাজার হাজার একর জমি ও শত শত মানুষের বসত ভিটা বিলীন হয়ে গেছে।যমুনা যে ভাবে ভাঙছে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে অল্প সময়ের মধ্যে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়াসহ চরডাকাতিয়া ও খোলাবাড়ী যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে।আমাদের দিনরাত কাটছে এখন ভাঙন আতঙ্কে।বড়খাল গ্রামের আলী হায়তার বাবুল ও শফিকুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডর জিও ব্যাগের ডাম্পিং যমুনার স্রোতের কাছে তুচ্ছ। দেওয়ানগঞ্জের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়া গ্রামকে ভাঙনের হাত থেকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা করতে হবে। না হলে দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাড়ী বড়খাল গ্রাম।চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস বলেন, জিও ব্যাগের ডাম্পিংএর পরিবর্তে ইটের ব্যারেক করে ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা না নিলে এ নদীর ভাঙন রোধ করা সম্ভব হবে না।যমুনার ভাঙন কবলীত বড়খাল, মাঝিপাড়া, বওলাতলী খানপাড়াসহ চরডাকাতিয়া হয়ে খোলাবাড়ি পর্যন্ত ভাঙনরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা পাউবোকে জানানো হয়েছে।জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনার ওই স্থানে ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com