বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
স্কয়ার ফার্মার পৃষ্টপোষকতায় পাবনা মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে“সোরিয়াসিস রোগের কারন, লক্ষন, চিকিৎসা ও প্রতিকার নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার। গত রাতে পাবনা মেডিক্যাল কলেজের উদ্যোগেআয়োজিত এ সেমিনাওে মুলপ্রবন্ধপাঠ করেন সোরিয়াসিস এ্যওয়ারনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোসামিউল হক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌন চর্মরোগ বিভাগের প্রফেসর ডা. এনির রশিদ খান, সোরিয়াসিস এ্যওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা চৌধুরী। পাবনা মেডিক্যাল কলেজের চর্ম রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আখতারুল আলম আজাদেও সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসা পরিষদের পাবনা শাখার সভাপতি ডা. গোলজার হোসেন ও সাধারন স¤পাদক ডা. জাহেদী হাসান রুমী, পাবনা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. শাফিকুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর, বিএমএ পাবনার সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আনন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোরিয়াসিস এ্যওয়ারনেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. কামীম আল মামুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক ডা. ইকতেদার রহমান শাওন, ডা. রাকিবুল করিম, ডা. মনিরুজ্জামান। সেমিনারে ২শ জন বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।