সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
পাবনা সদর উপজেলার গয়েশপুরে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার ভোর রাতে তাকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ধোপাঘাটা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১৮কেজি গাঁজা হাতে নাতে ধরা হয়। আটককৃতরা হলেন, গয়েশপুর ধোপাঘাটা পশ্চিমপাড়া এলাকায় মাজেদ (৪২) এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে দীর্ঘ দিন ধরে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো।