রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
প্রেস বিজ্ঞপ্তি :
পাবনা র্যাব কর্তৃক ‘পাবনা জেলার বেড়া থানার বিভিন্ন এলাকায়’ মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৯/০৩/২০২৩ খ্রিঃ ১২.১০ হতে ১৭.৩০ ঘটিকা পর্যন্ত ঘটিকা পর্যন্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মাহমুদ হাসান রনি, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রাণালয়, পাবনা জেলা কার্যালয়, পাবনা এর উপস্থিতিতে ‘পাবনা জেলার বেড়া থানার বিভিন্ন এলাকায়’ এলাকায় ০১। মোঃ কাওসার আলী (৪৫), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-কাশিনাথপুর, থানা-বেড়া , জেলা-পাবনা এর (মেসার্স কাওসার ফার্মেসী, কাশিনাথপুর বাজার বেড়া, পাবনা এর অনুমোদনহীণ ঔষধ দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে) ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, ৩৭, ৫১ ধারা ভঙ্গের অপরাধে ০২। মোঃ তুহিন মিয়া (৫০), পিতা-মৃত কামাল উদ্দিন , গ্রাম-কাশিনাথপুর, থানা-বেড়া, জেলা-পাবনা এর অনুমোদনহীণ (ক্রিসেন্ট ফার্মা, কাশিনাথপুর বাজার বেড়া, পাবনা এর অনুমোদনহীন ঔষধ দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে) ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। ৩৮, ৪৩ ধারা ভঙ্গের অপরাধে ০৩। মোঃ মোবারক মিয়া (৩৮), পিতা-মৃত খলিল মিয়া, গ্রাম-কাশিনাথপুর, থানা-বেড়া, জেলা-পাবনা এর (মোবারক হোটেল নামক হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে) ২০,০০০/- (বিশ হাজার) টাকা। ৩৮, ৪৩ ধারা ভঙ্গের অপরাধে ০৪। নিখিল চন্দ্র দাস (৪৮), পিতা-মৃত হরিধন দাস, গ্রাম-কাশিনাথপুর, থানা-বেড়া, জেলা-পাবনা এর ০২ টি দোকানে (দাদা ভাই, নিখিল মিষ্টান্ন ভান্ডার, ফুলবাগান মোড় মিষ্টির দোকান হতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয় করার অপরাধে) ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। ৪৩ ধারা ভঙ্গের অপরাধে ০৫। সত্যজিৎ চন্দ্র দাস (৪২), পিতা-মৃত অনুকুল দাস, গ্রাম-কাশিনাথপুর, থানা-বেড়া, জেলা-পাবনা (সততা মিষ্টান্ন ভান্ডার, ফুলবাগান মোড় মিষ্টির দোকান হতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয় করার অপরাধে) ২০,০০০/- (বিশ হাজার) টাকা। ৩৭ ও ৪৩ ধারা ভঙ্গের অপরাধে ০৬। নিখিল মোদক (৫০), পিতা-শ্রীধর মোদক, গ্রাম-হরিনাথপুর, থানা-বেড়া, জেলা-পাবনা এ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০৭ টি প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে নগদ ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা অর্থ জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও বিক্রয় করা এবং নকল ঔষধ তৈরী মেয়াদত্তীর্ণ ঔষধ বাজারজাত করে আসছিল। উক্ত প্রতিষ্ঠানদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ নং-১৮৪/২০২৩, ১৮৫/২০২৩, ১৮৬/২০২৩, ১৮৭/২০২৩, ১৮৮/২০২৩, ১৮৯/২০২৩ তারিখ- ২৯/০৫/২০২৩ খ্রিঃ মুলে জরিমানা করা হয়।
স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।