মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ভাঙ্গুড়া পাবনা :
পাবনা ভাঙ্গুড়ায় বালুবাহি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত হয়েছে, আহত হয়েছে সিএনজির ড্রাইভারসহ আরো ৫ জন। রোববার দুপুর আড়াইটার দিকে পাবনা ভাঙ্গুড়া উপজেলার টেবুনিয়া ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম চামেলী বেগম (৫০), সে আব্দুর রহিমের স্ত্রী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়। আহতরা হলেন, পাবনা আটঘরিয়া উপজেলার শামসুল মন্ডল এর স্ত্রী সুরজাহান (৫২), চাটমোহর আক্তার হোসেনের ছেলে সিএনজি চালক আব্দুল জলিল (৪৫), বিন্নেবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে খাইরুল ইসলাম (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৃত সুরুজ প্রামানিকের ছেলে জিল হক (৪০), তার স্ত্রী নাসিমা হক (৩২) ও মেয়ে তাওহিদা খাতুন (০৯)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, চাটমোহর থেকে ফরিদপুরগামী সিএনজির সাথে ফরিদপুর থেকে চাটমোহরগামী বালুবাহী ট্রাকের ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজির এক মহিলা যাত্রী ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেয় মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত মহিলাকে উদ্ধার করে। এদিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত ২ জনের অবস্থা আশংকাজন হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। নিহত চমেলি বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ভাঙ্গুড়া থানা পৃুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে জানান ওসি নাজমুল হক।