বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ১০৫ কেজি গাজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে অসাধু দুই সার ডিলারকে জরিমানা রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডের আ’লীগ কর্মী মিলন-সহ গ্রেফতার ১৫ তজুমদ্দিনে ইরি-বোরো ধানের স্কীম নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি নেতার সংঘর্ষে আহত ২ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গণধর্ষণ গ্রেপ্তার ৩ মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত বাংলাদেশের আভ্যন্তরীণে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন

পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন

Reading Time: < 1 minute

মনিরুজ্জামান, সুজানগর পাবনা :
পাবনা সুজানগর পৌর শহরের হাসপাতাল সংলগ্ন হাজি মার্কেটে তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে পাবনার সুজানগরে হাজি মার্কেটে আগুনে ওই মার্কেটের ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে সুজানগর পৌর শহরের হেলাল হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জনাব আলীর ডিজেল,পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । আগুন একে একে ওই মার্কেটের ৮ টি দোকানে ছড়িয়ে পড়ে। জনাব আলীর দোকান ছাড়াও পার্শ্ববর্তী শাহীনুর রহমান রেন্টুর সেনেটারীর দোকান, মতিউর রহমান সোনাই এর হার্ডওয়ারের দোকান, আসলামের স্টিলের ফার্নিচারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, ফজলুর রংয়ের দোকান, সন্টুর ওয়ার্কশপ ও সাগর হোসেনের পাইপ ও সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সম্রাটের বোরাক হাউজের দোকানের মালামাল অগ্নিকান্ড থেকে রক্ষার জন্য নিরাপদ দূরতে সরানোর কথা বলে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সম্রাট। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন,খবর পাওয়ার সাথে সাথে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এ দিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ,থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন। এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com