রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, ১৩ নভেম্বর, পাবনা:
পাবনায় শুরু হয়েছে অনাবাদী পতিত জমিতে আধুনিক প্রযুক্তিতে আবাদকৃত উচ্চফলনশীল ধাণ কর্তন। সকালে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে প্রধান অতিথি হিসেবে ধান কেটে এ কার্যক্রমেরউদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। পরে কৃষি স¤প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. জামাল উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ স্থানীয় কৃষিবিদরা। সভায় বক্তারা জানান, পাবনায় এবার ১৬৩ হেক্টর জমি উচ্চ ফলনশীল ধানচাষের আওতায় এসেছে। এসব জমিতে ধান কাটা হবে কম্বাইন্ড হার্ভেস্টারে।