রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এ শ্লোগানে পাবনায় সামাজিক বন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ রোপন অভিযান এবং বৃক্ষ মেলা। সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধিনতা চত্বরে এ মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিন ও সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ক্যাশ্যপি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, এনডিসি মো: আবুল হাসনাত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় ২৯টি স্টলে বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। এর আগে একটি বিশাল র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।