শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। তার অবস্থা আশংকাজনক। গত বুধবার রাতে পাবনা সদর, আতাইকুলা ও আটঘরিয়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, রাত সাড়ে ৮টার দিকে পাবনা বাইপাস সড়কে ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে সাইকেল আরোহীকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থালেয় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন(৩৫) সদর উপজেলার পৌর শালগাড়িয়া ফরেষ্ট পাড়ার মৃত ইয়াকুব মোল্লার ছেলে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এদিকে পাবনার আটঘরিয়ায় রাত ৮টার দিকে আক্তার হোসেন(৫০) নামে এক পথচারিকে মোটর সাইকেল আরোহী চাপা দেয়। আহত আক্তার হোসেনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। নিহত আক্তার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের মৃত বসির উদ্দিনের ছেলে।
অপরদিকে রাত ১০টার দিকে আতাইকুলা থানার আতাইকুলা-ডেমরা সড়কের ভবনীপুর তালতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা ২ যাত্রীর মধ্যে মহিত (২৪) নামের একজন ঘটনাস্থয়ে মারা যায়। গুরুতর আলামিন(২৪)কে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত মোহিত শিবপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত আলামিন একই এলাকার খলিলউদ্দিনের ছেলে।
নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।