শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব১২ সিপিসি ২ :
পাবনায় র্যাবের অভিযানে ০৩ (তিন) টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ০৭ (সাত)টি মামলার ওয়ারেন্টসহ সর্বমোট ১০ টি ওয়ারেন্টভূক্ত শীর্ষ প্রতারক সোহাগ গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২০-১২-২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৫.৪০ ঘটিকায়, র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার পাবনা সদর থানাধীন মাছিমপুর এলাকায় এভারনাইস ফিলিং স্টেশন এর সামনে আতাইকুলা থেকে পাবনা সদরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ পলাতক গোপালগঞ্জ জেলার শীর্ষ প্রতারক এসকেন্দার হাসান সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত প্রতারকের নামে ০৩ (তিন)টি মামলায় সর্বমোট ৩ বছরের সাজা এবং ৩৪,৬০,০০০ (চৌত্রিশ লক্ষ ষাট হাজার) টাকার অর্থদন্ড ঘোষনা করেন গোপালগঞ্জ জেলার বিজ্ঞ যুগ্ম দায়রা ১ম আদালত। এছাড়া আরোও ৭ টি সিআর মামলায় সে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীর নাম এসকেন্দার হাসান সোহাগ (৩০), পিতা-মৃত নওশের আলী শেখ, গোপালগঞ্জ জেলার সদর থানার ভেন্নাবাড়ী গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গোপালগঞ্জ সদর থানা হতে প্রেরিত প্রতিনিধি এএসআই (নিঃ) মোঃ হোসেন আলী এর নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর), কোম্পানি কমান্ডার র্যাব-১২, সিপিসি-২, পাবনা