বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলাম, পাবনা:
পাবনার ৫টি আসনের ৩৭টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বাতিল ও ৩৪টি বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান। তিনি আজ (০৪ ডিসেম্বর) সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ,৩,৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিভিন্ন ব্যাংক ও সেবামুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাতিলকৃতরা হলেন, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী, একই আসনের স্বতন্ত্রপ্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আজিজ খান ও পাবনা ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম।