বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দীর্ঘ দিনপর বিজয় দিবসের মিছিলে বিএনপি’র নেতা-কর্মীর অংশগ্রহনে মুখরিত হলো পাবনা বিএনপি’র কার্যালয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান আলী, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু,আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদশা, ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা: আহমেদ মোস্তফা নোমান, জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল হাসেম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন নেছা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সানজিব প্রান্ত প্রমূখ। এর আগে তারা ব্যানার-ফেষ্টুন ওজাতিয় পতাকা নিয়ে একটি বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।