বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সেলিম মোর্শেদ রানা, পাবনা :
পাবনা টাউন হল সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে মাসব্যাপি পাবনা তাঁত বস্ত্র, হস্ত ও কুঠির শিল্প মেলার উদ্ভোধন হয়েছে। ২৫ নভেম্বর (শুক্রবার) বিকেলে টাউন হল সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে এ মেলা উদ্ভোধন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ও পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, দৈনিক বিপ্লবী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রানা বিপ্লব, জেলা তাঁতীলীগের সভাপতি ড. রবিউল ইসলাম,আহব্বায়ক আইয়ুব আলী, মেলা পরিচালনা কমিটির সদস্য মোঃ মোমতাজ পাটোয়ারী। মেলায় পাবনা, ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনি, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার মোট ৪৪ টি স্টল রয়েছে। এখানে দেশিয় তাঁতীদের তৈরি সকল বয়সের পোষাক সহ বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যাচ্ছে। এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বলে জানান মেলার আয়োজন কমিটি।