মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম,পাবনা:
পাবনা মেডিক্যাল কলেজের নতুন ইন্টার্ন চিকিৎসকদের বরন করেছে পাবনা জেনারেল হাসপাতাল। এ উপলক্ষে দুপুরে স্কয়ার ফার্মার পৃষ্ঠপোষকতায় হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: ওবায়দুল্লাহ ইবনে আলী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, পাবনা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. শাফিকুল হাসান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদ হাসান। স্কয়ার ফার্মার নতুন এন্ট্রি অলসারেন ট্যবলেট ভনিজেনের সৌজণ্যে এ অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান মেডিক্যাল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান প্রফেসর ডা. আহমেদ তাউস। পরে তাদের ফুল, আইডি কার্ড ও এপ্রোন দিয়ে বরন করা হয়।