বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা।
পাবনা জেলা রিটানিং কার্যালয়ে সাংবাদিকদের জন্য পর্যবেক্ষক কার্ড ও পরিবহনের অনুমতি প্রদানের ক্ষেত্রে হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মুখ পরিচিত রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়ী ও অনিয়মিত সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে যাচাই বাছাই ছাড়াই পর্যবেক্ষন কার্ড ও পরিবহনের অনুমতি প্রদান করা হচ্ছে। পক্ষান্তরে জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন মিডিয়া ও সংবাদপত্রসহ প্রকৃত সাংবাদিক ও সংবাদকর্মীদের কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে হয়রানির করা হচ্ছে। এতে অনেক সাংবাদিক ক্ষুদ্ধ হয়েছেন। সেখানে থাকা এক সাংবাদিক অভিযোগ করে বলেন, আমার মোটরসাইকেল ছিলো বিক্রি করে দিয়েছি। আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আমি আমার ভাইয়ের মোটর সাইকেল এর কাগজপত্রসহ জমা দিয়েছি। এখন তারা বলছে মোটরসাইকেলের কাগজের মালিকের নামের সাথে ড্রাইভিং লাইসেন্সে ধারীর নামের মিল না হলে পরিবহনের কোন অনুমতি দেওয়া হবে না। তিনি প্রশ্ন করে বলেন, সকল সাংবাদিকের কি নিজস্ব মোটরসাইকেল কেনার ক্ষমতা রয়েছে। যাদের নিজস্ব মোটরসাইকেল নেই তারা কি নির্বাচন পর্যবেক্ষন করতে পারবে না। মোটরসাইকেল যার নামেই থাক না কেন, সাংবাদিকদের ড্রাইভিং লাইসেন্স থাকলেই হলো। একই অভিযোগ করেন, আরো কয়েকজন সাংবাদিক ও সংবাদ কর্মী। এদিকে জেলা পর্যায়ে টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের গাড়ির ফিটনেস ১ বছর মেয়াদ উর্ত্তিন্ন থাকায়, তাকেও গাড়ির পাশ দেয়নি। অথচ মুখ চেনা রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়ীদের কাগজপত্র যাচাই বাছাই ছাড়াই সাংবাদিক পর্যবেক্ষন কার্ড ও পরিবহনের অনুমতি দেওয়ার ঘটনা ঘটেছে। উপস্থিত সাংবাদিক ও সংবাদকর্মীরা জানান, সঠিকভাবে গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করা হলে ২৫ ভাগ গাড়ির কাগজপত্র মেয়াদউর্ত্তিন্ন পাওয়া যাবে। উপস্তিত একাধিক সাংবাদিক জানান, এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনায় প্রায় ৫০ ভাগ ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যাক্তি ও আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাংবাদিকদের পর্যবেক্ষন কার্ডের অনুমতি দেওয়া হয়েছে। এতে প্রকৃত সাংবাদিকদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। এছাড়া স্থানীয় কতিপয় পত্রিকার সম্পাদনা পরিষদের একাধিক ব্যাক্তির নামে একাধিক পরিবহন এর অনুমতি কার্ড দেওয়া হয়েছে। এতে করে অনুমতি নেওয়া ওই সব পরিবহন পর্যবেক্ষনের আড়ালে যে কোন ব্যাক্তির পক্ষে কাজ করে সুষ্ঠভোটের বিঘœ সৃষ্টি করতে পারে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে এসব অপসাংবাদিকদের গাড়ির পাশ বাতিল করে প্রকৃত সাংবাদিকদের গাড়ির পাশ দেওয়ার জন্য অনুরোধ করেন প্রকৃত সাংবাদিক ও সংবাদ কর্মীরা। এছাড়া ভোটের দিন সন্দেহভাজন সাংবাদিক পর্যবেক্ষক হিসাবে নেওয়া গাড়ির পাশসহ পর্যবেক্ষন কার্ডধারীদের পরিচয়পত্র যাচাইয়ের জন্য দায়িত্বরত ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেটদের প্রতি আহবান জানান প্রকৃত সাংবাদিক ও সংবাদ কর্মীরা। এতে করে সাংবাদিক হিসাবে নেওয়া পর্যবেক্ষন কার্ডধারীদের দৌরাত্ব একটু হলেও কমবে।