বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা শহরে বসবাসরত সুজানগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে গঠিত পাবনাস্ত সুজানগর উপজেলা সমিতির ১ম সম্মেলন আজ শুক্রবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত হয় ।সভায় মোস্তাক আহমেদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী মো. শাহজাহান মন্ডল সাবেক সভাপতি, পাবনা জেলা আইনজীবী সমিতি ; প্রফেসর মো. শফিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ, পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা , প্রফেসর মো. বাহেজ উদ্দিন, অধ্যক্ষ শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা, সিনিয়র আইনজীবী মো. আব্দুস সোবাহান ; প্রকৌশলী জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাবনা।উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নুরুল আলম , এডওয়ার্ড কলেজের ফিন্যান্স & ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ,আলমগীর হোসেন।কাশিনাথপুর শহিদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তড়িৎ কুমার কুন্ডু,অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম ও প্রভাষক রাজু ইসলাম। আলী আকবর রাজু, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন, হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান টিটু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোরশেদ রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি প্রবীর সাহা ও সুজানগর উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ মোস্তফা মিল্টন সহ পাবনাস্থ্য সুজানগর সমিতির সদস্যবৃন্দ ।সম্মেলনে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি করা হয, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর মো. শফিকুল ইসলাম , ১নং সহ -সভাপতি নির্বাচিত হন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ২নং সহ-সভাপতি নির্বাচিত হন, পাবনা আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুজানগর উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ মোস্তফা মিল্টন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জাহিদুর রহমান টিটো ও অলিউর রহমান ওলি। আজকের সম্মেলন অনুষ্ঠানের সভাপতি মোস্তাক আহমেদ আজাদ বলেন আহবায়ক কমিটির সকল সদস্যকে নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি করা হবে।