বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
কোভিট ১৯ করোনা ভাইরাস আক্রান্ত রুগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের নিকট ২০ টা অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হেল বাকি জেসান প্রমুখ। দ্বিতীয় ধাপের করোনা ভাইরাস বেপরোয়া ভাবে বাড়ায় প্রয়োজনী চাহিদা অনুযায়ী সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার না থাকায় উপজেলার ৩ জনপ্রতিনিধির উদ্যোগে ২০ টা অক্সিজেন সিলিন্ডার,মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেন।