সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন  দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন রংপুরে জমি লিখে না দেয়া মাকে বেধড়ক পেঠালো ছেলে ও ছেলের বউরা শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

পাবনা ৩ আসনে জমজমাট ভোটের লড়াই জনমতে স্বতন্ত্র এগিয়ে নৌকার প্রচরনায় বহিরাগত থাকায় স্থাণীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

Reading Time: 3 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা।
৭০ পাবনা ৩ আসনে চাটমোহরের ভোটারদের উপর নির্ভর করে জয় পরাজয়। বিগত ৩টি নির্বাচনে ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে আলহাজ¦ মকবুল হোসেন নির্বাচিত হয়ে আসছেন। এবারেও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ভাঙ্গুড়ার আলহাজ¦ মকবুল হোসেন। স্বতন্ত্র প্রার্থী চাটমোহরের বাসিন্দা আব্দুল হামিদ মাষ্টার। দুজনই জনপ্রতিনিধি। একজন হলেন বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী চাটমোহর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার। দুজনই প্রবীন রাজনীতিবীদ। দু’জনই জেলা আওয়ামীলীগের নেতা। তাই এই আসনে চলছে ভোটের যুদ্ধ। যুদ্ধে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। নৌকার পক্ষে রয়েছেন আওয়ামীলীগের একটি অংশ। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের পক্ষে রয়েছেন, আওয়ামীলীগের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মী, এবং সাধারণ ভোটাররা। এছাড়া নৌকা বিরোধী পক্ষের ভোট ট্রাক প্রতিকের পক্ষে পড়বে বলে স্থাণীয়রা জানিয়েছেন। পাবনা ৩ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে স্বতন্ত্রের পক্ষে জনমত বেশি। এদিকে চাটমোহর উপজেলার ভোটাররা জানান, চাটমোহর পাবনা ৩ আসনের প্রানকেন্দ্র। ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার চেয়ে আমাদের চাটমোহরের ভোটার সংখ্যা দ্বিগুন। অথচ আমাদের চাটমোহরে বিগত ১৫ বছর কোন সংসদ সদস্য নির্র্বাচিত হয়নি। গত তিন বার ভাঙ্গুড়া থেকে নৌকার প্রার্থী নির্বাচিত হয়ে আসছে। এতে করে চাটমোহরের উন্নয়ন থমকে আছে। বিশেষ করে চাটমোহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারেই অবহেলিত। চাটমোহরের উন্নয়নের স্বার্থে এ এলাকার জনগন স্বতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে।
তাই তারা এবারে চাটমোহরেই জনপ্রতিনিধি রাখতে বদ্ধ পরিকর। দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে তারা চাটমোহরের সন্তানকেই জনপ্রতিনিধি হিসাবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে।
সংসদিয় পাবনা ৩ আসন, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর ৩টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ৩টি পৌরসভা ও ২৩ ইউনিয়ন রয়েছে। আওয়ামীলীগ ও স্বতন্ত্র ছাড়াও জাসদ, জাতিয়পার্টিসহ মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে মুল প্রতিদ্বন্দি হবে নৌকা ও স্বতন্ত্রের ট্রাক প্রতিকের মধ্যে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭ শ ৭১ জন । পুরুষ ভোটার সংখা ২ লাখ ২৮ হাজার ৬শ ৪৯জন। মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১শ ১৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪জন। এরমধ্যে চাটমোহর উপজেলার ভোটার সংখ্যা ২লাখ ৩১ হাজার ৮০জন। যা অন্য ২ উপজেলার দ্বিগুনের চেয়ে বেশি। মোট ভোট কেন্দ্র ১৭৬টি। জনসংখ্যার ও ভোটারের দিক দিয়ে চোটমোহর দ্বিগুন হলেও বিগত ৩টি নির্বাচনে চাটমোহর থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি। এজন্য এবারে চাটমোহরের ভোটাররা তাদের এলাকার স্বতন্ত্র প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। স্বতন্ত্র প্রার্থীর বাড়িও চাটমোহরে। সুষ্ঠ নির্বাচন হলে জয়ের মালা স্বতন্ত্রের গলায় উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা।
বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী এবং নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি মনে করেন, আওয়ামীলীগ গত ১৫ বছরে এই অঞ্চলে রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।
অন্যদিকে উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি মনে করেন, বর্তমান সংসদ সদস্য’র বিগত ১৫ বছর স্বেরাচারী আচরন, সেন্ডিকেট নির্ভর রাজনীতি, স্বজনপ্রীতি, দুর্নীতি ও অর্থের বিনিময়ে সুবিধা প্রদানের অভিযোগ থাকায় নেতা-কর্মীরা সংসদ সদস্য মকবুল হোসেনকে প্রত্যাখান করেছে। তাই এই এলাকার জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে তিনি প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থককেরা তাকে ও তার কর্মী সমর্থকদের ভয়ভিতি দেখানোর অভিযোগ করেন। পুলিং ও প্রিজাংডিং কর্মকর্তারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছে। ভোটাররা যদি নিবিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারে এবং সুষ্ঠভাবে নির্বাচন হয়, তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভের আশা ব্যাক্ত করেন।
জাসদের প্রার্থী মো: আবুল বাশার শেখ মশাল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। ভোটের মাঠে জনগনকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ যোগাতে তিনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ভোটাররা মনে করেন, নির্বাচনি পরিবেশ শান্ত থাকলে তারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সাধারন ভোটারদের দাবি বিগত ২টি জাতিয় নির্বাচনে তারা ভোট দিতে পারেন নাই। এবারে ভোটের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা হলে তারা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। উল্লেখ্য আব্দুল হামিদ মাষ্টার গত উপজেলা নির্বাচনে চাটমোহর উপজেলা পরিষদের স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন এবং নৌকা প্রতিকের প্রার্থীকে পরাজিত করেন। এবারেও স্থানীয়দের দাবি চাটমোহরের সন্তান স্বতন্ত্র প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com