বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হুমায়ূন কবির,পাবনা :
পাবনা চাটমোহর উপজেলা ফৈলজানা ইউনিয়ন পবাখালি (কাঠুড় মোড়) এলাকায় (৮ জানুয়ারি ২০২৪) সকাল ৯টার সময়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনায় আশরাফুল ইসলাম (৩০) নামের একজন গুরুতর আহত হয়েছে। আহত আশরাফুল ইসলাম একই গ্রামের মুনছুর আলীর ছেলে। অপর দিকে হাবিবুর রহমান( হাবু) এর ছেলে সালাউদ্দিন (২৫) আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সালাউদ্দনের বড় ভাই সাবেক ফৈলজানা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রুহুল আমিন লিংকন চিকিৎসাধীন আছে। আশরাফুলের সাথে একই গ্রামের সালাউদ্দিন ও তার বড় ভাই লিংকনের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল নৌকার সমর্থক, সালাউদ্দিন স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক)এ ঘটনার মুলত কারন বলে জানা গেছে। রোববার রাতে নৌকা বিজয়ের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে সালাউদ্দিন ও তার ভাই লিংকন অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে আশরাফুলকে আহত করে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এদিকে উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) তানজিনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।
এবিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানা যায় উভয় পক্ষ অভিযোগ দিয়েছে।