বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কিন্ডারগার্টেনের তিন শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে করার মামলায় পলাতক কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ও পূর্বধলা থানা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন বোকাইনগর এলাকায় তার এক আত্মীয়র বাসা থেকে শনিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামী পলাতক স্কুলের পরিচালক মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র। পরিচালক আবুল কালাম আজাদ কিন্ডারগার্ডেনের তিন শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পলাতক ছিল। ঘটনা সূত্রে জানাযায়, গত (৩ জুন) দুপুর ১২ ঘটিকায় ‘রাবিয়া মাহমুদ মডেল স্কুল (কিন্ডারগার্ডেন)’ এর পরিচালক আবুল কালাম আজাদ (৪৫) তার স্কুলের ৩য় ও ৫ম শ্রেনীর দুই ছাত্রীকে স্কুল ছুটির পর এক জনকে বাহিরে দাড় করিয়ে রেখে অন্য জনকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে জামা-কাপড় খুলে গোপনাঙ্গে হাত দেয় এবং ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনাটি শিশুদের মুখে শুনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জনতার হাতে আটক হয় পরিচালক আবুল কালাম আজাদ। পরে গড়োয়াকান্দা গ্রামের জুলহাস, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান, মান্নান, বিপ্লবসহ স্থানীয় প্রভাবশালী লোকজন বিচার সালিশের মাধ্যমে মিমাংসার কথা বলে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর নানা বাদী হয়ে (৭ জুন) জুন পূর্বধলা থানা একটি মামলা দায়ের করে। র্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারে অবস্থিত ‘রাবিয়া মাহমুদ মডেল স্কুল’ এর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ তার স্কুলের ২য়, ৩য় ও ৫ম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। পরিচালক কালাম স্কুল চলাকালীন সকালে ও বিকালে স্কুল ছুটির পর কৌশলে তাদের একেক জনকে একেক সময় ডেকে নিয়ে কখনো স্কুলের বাথরুমে কখনো বা তার কক্ষে যৌন নির্যাতন করতেন। গ্রেফতারকৃত আসামী আজাদ র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে আজ রবিবার দুপুরে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিন্ডার গার্ডেনের শিশুদের ধর্ষণের অভিযোগে পলাতক পরিচালক আবুল কালাম আজাদকে রোববার সকালে বিভিন্ন কৌশল অবলম্বন করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বোকাইনগর এলাকা থেকে র্যাব-১৪ ও পূর্বধলা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করা হবে।