শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো শফিকুল ইসলাম, পাটগ্রাম:
পাটগ্রাম (পৌর শিল্প পন্য মেলা-২০২৪.) এ চলছে প্রকাশ্য জুয়া ও পন্য জালিয়াতি, প্রতারিত হচ্ছে পাটগ্রামের সাধারণ মানুষ,লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দায়িত্বশীলদের ম্যানেজ করে প্রতারক চক্র। যে কোন সময় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার ব্যাপক সম্ভাবনার তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্হানে জুয়ার টিকিট বিক্রয় প্রতিনিধিরা ধোলাইয়ের শিকারও হয়েছে বলে জানাযায়-
এবিষয়ে মেলার প্রধান আয়োজক এস আর রহিত ও শাহ আলমের সাথে কথা বললে তারা সঠিক কোন তথ্য দিতে পারেনি বরংচ যোগাখিচুরী বুঝ দেওয়ার চেষ্টা করেন।
পুরস্কার প্রাপ্ত বিজয়ী ব্যক্তিদ্বয় জানান ৮০ সিসি রানার মোটরসাইকেল গুলো পুরোনো রং করে মোটিভেট করা যা রীতিমতো প্রতারণা লটারির নামে। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড নিশ্চয়ই সন্দেহাতীত। কাল যাতে আর কোন মানুষ প্রতারিত না হয় সেই জন্য অবশ্যই আগামীকাল শিল্প পন্য নামক লটারির জুয়া বানিজ্য বন্ধের ব্যবস্হা গ্রহণ করে এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্হ ব্যক্তিদের ক্ষতি পুরণের ব্যবস্হা করার জোর দাবী জানাচ্ছে পাটগ্রামের সাধারণ মানুষ।