শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ:
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঘর প্রার্থনা করলেন প্রদীপ সোনেকা দম্পতি ,মানুষ মানবতার জীবন যাপন করে এখনো তার দৃষ্টান্ত তাড়াশ উপজেলাধিন শোলা পাড়া গ্রামের প্রদীপ সোনেকা দম্পতি। নিজের বাড়ি ছাড়া আর কোন সম্পত্তি তাদের নেই। শারীরিকভাবে প্রদীপ অসুস্থ। সংসারে এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই । আর ছেলেটা সেই মেয়ের বাড়িতে থাকেন। আর এখানে প্রদীপ এবং সোনেকা দম্পতির নাই বললেই কিছু চলে। এদের শুধু আছে জরাজীর্ণ ভাঙ্গা টিনের একটিমাত্র ঘর। আর সেই ঘরের চাল দিয়ে বৃষ্টির সময় বৃষ্টির পানি তাদের ঘরের ভিতরে ঢুকে যায়। শুধু তাই নয় স্বামী-স্ত্রী যে ঘরে থাকেন, ওই ঘরেই তাদের তিনটা ছাগল আছে। ছাগল তিনটা ওনাদের সাথে ঘরের ভিতরে রাখেন, আসলে মানুষ মানবেতর জীবন এই ভাবে পালন করে যাচ্ছে তার দৃষ্টান্ত তাড়াশ উপজেলার প্রদীপ সোনেকা দম্পতি। তাদের সাথে কথা বললে আমাদেরকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘর দিয়েছেন। ওনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাথা গোঁজার ঠাঁই টুকো একটা পাকা ঘর যদি তৈরী করে দিতেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি তিনি যেন আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেন।