বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
বাহারউদ্দিন, ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার মহদীপুর গ্রাম থেকে একটি মটরসাইকেল চুরি হয়। গত ১৪ই নভেম্বর তোলা মিয়ার বসত বাড়ি থেকে তালা ভেঙ্গে দূরদর্শ চুরি করে সংঘবদ্ধ চোরাই চক্র। ভুক্তভোগী ফুলপুর থানায় অভিযোগ জানালে, চৌকস অফিসার মুফাখখির সাহেবকে দায়িত্ব এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। চুরির ঘটনার তদন্ত কার্যক্রম এবং প্রযুক্তির সহায়তায় প্রাথমিক ভাবে চুর সনাক্ত করা হয়। পরবর্তীতে অধীকতর তদন্ত এবং শ্বাসরোধ অভিযানের মাধ্যমে গত ২৪শে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাঙ্গালপাড়া এলাকা থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য ধোবাউড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন জানান, থানায় আসা সকল সেবা গ্রহীতার অভিযোগ যথেষ্ট গুরুত্বের সাথে বিশ্লেষণ করে যথার্থ পদক্ষেপ গ্রহণ করে, মানুষের পাশে দাঁড়াতে ফুলপুর থানা বদ্ধপরিকর। আমার অফিস সব সময় সাধারণ মানুষের জন্য খোলা রয়েছে। আপনারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে, আমাদের কাজ গুলো সহজ হয়ে যায়। চুরি যাওয়া মটরসাইকেলটি উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে।