রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে অসহায় বঞ্চিত মানুষের দারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ২৭শে অক্টোবর রোজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পয়ারী স্কুল রোড, ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেঁক কেটে “তাক্ওয়া অসহায় সেবা সংস্থা”র কার্যালয় এর শুভ উদ্ধোধন ও ইউ.পি কমিটি ঘোষণা এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত রায় কল্লোল,জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুর রহমান, ফুলপুর থানার ওসি তদন্ত মোঃ বন্দে আলী, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, পয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সদস জুয়েল রানা, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাসুদ, পয়ারী ইউপি কমিটির সভাপতি মশিউর রহমান শাহিন, সহ সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, রহিমগঞ্জ ইউপি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আবু মোসা সহ নব কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন।