রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন,ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর আজ ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় করেন জার্নালিস্ট ২৪ চ্যানেলের সম্পাদক মাজাহারুল ইদলাম। মতবিনিময় সভায় তিনি বলেন সাংবাদিকতা হচ্ছে ছুড়ির মত। সঠিক চালাতে না জানলে নিজেও কাটতে পারেন। অন্যকেও কাটতে পারেন। চ্যানেল ২৪-এর ডিজিটাল মিডিয়া জয়েন্ট নিউজ এডিটর মো. মাজহারুল হক শুক্রবার বিকেলে ফুলপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিমিয় কালে এ কথা বলেছেন।ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের সঞ্চালনায় এ সময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, তপু রায়হান রাব্বি, সেলিম রানা, মফিদুল ইসলাম, জুয়েল রানা, উজ্জল চৌধুরী, আকবর আলী হাবিব, শাজাহান তালুকদার প্রমুখ। ফুলপুরের কৃতি সন্তান মো. মাজহারুল হক আরো বলেন, দিন দিনই সাংবাদিকতায় পরিবর্তন আসছে। দেশ ডিজিটাল হচ্ছে। একজন ভিক্ষুকও মোবাইল ব্যবহার করছে। বাটন চাপ দিচ্ছে মানে সেও ডিজিটাল হচ্ছে। যুগের প্রয়োজনে সাংবাদিকদের আরও ডিজিটাল হতে হবে। প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন ফুলপুরস্থ সাংবাদিকদের প্রশিক্ষণের দাবি জানালে তিনি মাসে একদিন এসে প্রশিক্ষণ দিতে সম্মত হন। পরে থানা সংলগ্ন জুস ল্যান্ড হোটেলে অপ্যায়ন ও আড্ডা হয়েছে। সময় দেয়ার জন্য মো. মাজহারুল হকসহ উপস্থিত সবাইকে অভিনন্দন।