শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো. মোরসালিন ইসলাম,দিনাজপুরঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং করেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ভূমি নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বাজার মনিটরিং করেন, এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ফুলবাড়ী থানার চৌকো টিম উপস্থিত ছিলেন, চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেন । মো. শাহ আলম, মো. নবীউল, হাসু এবং শ্যামল চন্দ্র বাজারের ব্যবসায়ীকে সচেতন করেন সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নিলে উপজেলা বুঝলাম প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযান অব্যাহত থাকবে।